Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় গ্রিল কেটে গৃহকর্তার বন্দুক-কার্তুজ নিয়ে গেল চোর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২৫ ২৩:৪৬

বন্দুক, কার্তুজ এবং নগদ ৯০ হাজার টাকাসহ চুরি হওয়ার অভিযোগ উঠেছে।

সাতক্ষীরা: জেলার আশাশুনিয় একটি বাড়িতে বারান্দার গ্রিল ও ঘরের দরজার হ্যাজবল্ট কেটে ভেতরে ঢুকে বাড়ির মালিকের লাইসেন্স করা একটি একনলা বন্দুক, ২০ রাউন্ড কার্তুজ এবং নগদ ৯০ হাজার টাকাসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (২৮ জুন) উপজেলার শোভনালী ইউনিয়নের বালিয়াপুর গ্রামের আফসার উদ্দিন মোল্লার বাড়িতে ঘটনাটি ঘটে।

আফসার উদ্দিন মোল্লার ছেলে কলেজ শিক্ষক তৌহিদুর রহমান জানান, তার ছোট ভাই ওহিদুর রহমানের মেয়ে ফাইমা খাতুন ক্যানসারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য পরিবারের সবাই বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে শনিবার ভোরে কোনো এক সময় চোরেরা বাড়িতে ঢুকে পড়ে। তারা ঘরের আলমারিতে রক্ষিত তার বাবার লাইসেন্সকৃত বন্দুক, কার্তুজ এবং নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। এ ঘটনায় তৌহিদুর রহমান নিজে বাদী হয়ে আশাশুনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

বিজ্ঞাপন

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

বিজ্ঞাপন

৮ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
৩১ আগস্ট ২০২৫ ১০:৪১

আরো

সম্পর্কিত খবর