ঢাকা: জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানকে স্মরণ, শহিদ এবং আহতদের প্রতি সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন, ঐতিহাসিক স্মৃতি সংরক্ষণ, সকল অংশীজনদের অবদানের স্বীকৃতি ও ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে ছাত্র-জনতার দীর্ঘ ধারাবাহিক লড়াইয়ের বীরোচিত বিজয়ের প্রথম বর্ষপূর্তি উদযাপনের লক্ষ্যে জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হয়েছিল জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।
সোমবার (৩০ জুন) দিবাগত রাতে সাড়ে ১১টার দিকে তারা কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হন। ১২ টার দিকে সমস্বরে হাজারো নেতাকর্মী গেয়ে ওঠেন জাতীয় সংগীত। তার পর পরই জুলাই আগস্টের শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন নাসিরের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, চেয়ারপার্সনের উপদেষ্টা ও ডাকসুর সাবেক ভিপি আমানউল্লাহ আমান, যুগ্ম মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, যুগ্ম-মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গাজীপুর জেলা বিএনপি’র আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন প্রমুখ।