Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীর হাতিয়ায় যৌথবাহিনীর অভিযানে নারীসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ১৪:২৭ | আপডেট: ১ জুলাই ২০২৫ ১৪:২৮

বিজিবির আটক করা ৪ জন।

নোয়াখালী: নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে কোস্টগার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে নারীসহ ৪ জনকে আটক করেছে। যাদের মধ্যে একজন নারী, একজন চোরাইকৃত সোনার ব্যবসায়ী ও দুইজন দস্যু শামীম বাহিনীর সদস্য।

এ সময় তাদের কাছ থেকে ৫টি আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম, দুই বোতল চেতনা নাশক ওষুধ, ২২ ভরি ১২ আনা ৪ রতি সোনার গহনা, ১০ ভরি ১৩ আনা রূপার অলংকার জব্দ করা হয়।

মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টায় হাতিয়া কোস্টগার্ড কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্যগুলো নিশ্চিত করেন, কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন অর রশীদ।

অভিযান সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ জুন) রাত থেকে মঙ্গলবার (১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত কোস্টগার্ড ও পুলিশ যৌথভাবে বুড়িরচর ইউনিয়নের দুর্গম এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকা থেকে দস্যু শামীম বাহিনীর সক্রিয় সদস্য সোহেল (২৩), সুমন উদ্দিন (৩৫) এবং নারী সহযোগী পারুল বেগমকে (৩২) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জামাদি, দুই বোতল চেতনানাশক ওষুধ, ২ ভরি ১২ আনা সোনা এবং ১০ ভরি ১৩ আনা রূপার অলংকার জব্দ করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে আটকদের দেওয়া তথ্য অনুযায়ী সোনাদীয়া ইউনিয়নের মাইজদী বাজারের প্রিয়া জুয়েলার্স থেকে বিভিন্ন সময়ে ডাকাতি করা ২০ ভরি ৪রতি ৮ পয়েন্ট সোনা জব্দ করা হয়। এ সময় চোরাইকৃত স্বর্ণ ব্যবসা ও মজুদের সাথে সংশ্লিষ্টতা থাকায় ওই প্রতিষ্ঠানের মালিক উজ্জল বনিককে (৪২) আটক করা হয়। আটক ডাকাত সদস্যরা ও নারী সহযোগী বুড়িরচর এলাকা এবং স্বর্ণ ব্যবসায়ী ওছখালীর লক্ষীদিয়া এলাকার বাসিন্দা। তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাবাংলা/এনজে

আটক যৌথবাহিনীর অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর