Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩৬ দিনের ‘চেতনায় জুলাই’ কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২৫ ২৩:০৪

ইসলামী আন্দোলন বাংলাদেশ। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে ৩৬ দিনের ‘চেতনায় জুলাই’ শীর্ষক কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন।

মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যায় ইসলামী আন্দোলনের নিয়মিত বৈঠকের পর দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ‘২৪ এর জুলাই আমাদের ইতিহাসের অম্লাম এক স্মৃতি। একইসঙ্গে বেদনা ও প্রতিজ্ঞার উপলক্ষ্য।’

তিনি বলেন, ‘‘স্বাধীন দেশে একটা নির্দিষ্ট সময়কালে এতগুলো মানুষ যাদের অধিকাংশই তরুণ মারা যাওয়া আমাদের জন্য বেদনা ও কষ্টের অনুভূতি তৈরি করে। এই কষ্ট ও বেদনার নীল আরও গাঢ় হয়ে আসে যখন তাদের আত্মহুতির এক বছর অতিক্রান্ত হওয়ার পরও সংস্কার ও বিচার সম্পন্ন না করার বাস্তবতা সামনে আসে। জুলাইয়ে এই সূচনাকালে বেদনার্ত হৃদয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে তাদের শাহাদাতের লক্ষ্য ‘সংস্কার’ ও ‘বিচার’ বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করছি।’’

বিজ্ঞাপন

ইউনুছ আহমাদ বলেন, ‘জুলাইয়ের চেতনা ছিল দেশ থেকে স্বৈরতন্ত্রকে চিরস্থায়ী উৎখাত করা। সেই চেতনাকে জনমনে স্থায়ী করার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ৩৬ দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। স্বৈরচারের শেকড় উপড়ে ফেলার প্রত্যায়ে আমরা এ কর্মসূচি পালন করব।’

কর্মসূচি—

১. স্বৈরাচারের ১৫ বছরের অপরাধের খতিয়ান ও তা প্রতিরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম দেশব্যাপী তুলে ধরে স্বৈরাচারের স্মৃতির প্রতি ঘৃণ্যা অব্যহত রাখা।

২. শহিদ ও আহত পরিবারের খোঁজ-খবর নেওয়া, হাদিয়া ও সন্মাননা দেওয়া।

৩. শহিদদের কবর জেয়ারত করা ও দোয়ার আয়োজন করা।

৪. ৫ আগস্ট সারাদেশে আওয়ামী নিপীড়নের ডকুমেন্টারি প্রদর্শন করা এবং বিভাগীয় শহরে গণমিছিল আয়োজন করা।

৫. ২৫ জুলাই ঢাকায় যুব জমায়েত।

৬. ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে ‘ভয় নাই-প্রতিবাদেই মুক্তি’ শিরোনামে বিক্ষোভ মিছিল।

৭. জুলাইয়ের চেতনা বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ।

৮. আগামী পয়লা আগস্ট জেলা, থানা শহরে ডকুমেন্টারি প্রদর্শন ও গণমিছিল।

এ ছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, শ্রমিক আন্দোলন নিজস্ব আয়োজনে ৩৬ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে বলে জানান ইউনুছ আহমাদ।

বৈঠক উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, মাওলানা লোকমান হোসেন জাফরী, এবিএম জাকারিয়া, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, মাওলানা আরিফুল ইসলাম, হাজী শেখ মুহাম্মাদ নুর উন নাবী ও মাওলানা মনসুর আহমদ সাকী প্রমুখ।

সারাবাংলা/এজেড/এইচআই

ইসলামী আন্দোলন চেতনায় জুলাই জুলাই বিপ্লবের এক বছর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর