Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ-শ্রীলংকা ১ম ওয়ানডে যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক
২ জুলাই ২০২৫ ১০:৪২

১ম ওয়ানডেতে মুখোমুখি শ্রীলংকা-বাংলাদেশ

টেস্টে শ্রীলংকার কাছে ১-০ ব্যবধানে হেরে সিরিজ হেরেছিল বাংলাদেশ। সাদা পোশাকের হতাশার পর এবার ওয়ানডে ফরম্যাটে লংকানদের মুখোমুখি বাংলাদেশ। কলম্বোতে সিরিজের প্রথম ওয়ানডেতে আজ মুখোমুখি দুই দল।

গল টেস্টে ড্র করেছিল দুই দল। কলম্বোতে দ্বিতীয় টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত এই টেস্টে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ম্যাচ হারের সঙ্গে সিরিজও হেরে বসে টাইগাররা। সেই হতাশা দূর করতেই এবার ওয়ানডে ফরম্যাটে লংকানদের বিপক্ষে মাঠে নামছেন তারা।

এই সিরিজ দিয়েই অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে মেহেদি হাসান মিরাজের। সাদা বলের ক্রিকেটে প্রথমবারের মতো পূর্ণ মেয়াদে অধিনায়ক হিসেবে টস করতে নামবেন মিরাজ।

বিজ্ঞাপন

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ দুপুর ৩টায় কলম্বোতে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলংকা। বাংলাদেশের সমর্থকরা ম্যাচটি উপভোগ করতে পারবেন টি-স্পোর্টসে।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-শ্রীলংকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর