Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে নৌকাডুবি, নিখোঁজ ২ মাদরাসাছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ১৭:১১ | আপডেট: ২ জুলাই ২০২৫ ১৭:২০

প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদরাসা যাওয়ার পথে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবিতে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এই নৌকাডুবির ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২ জুলাই) সকালে গফরগাঁওয়ের পাগলা থানার টাংগাব ইউনিয়নের মহরখাঁ ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

মৃতরা হলো- কিশোরগঞ্জের পাকুন্দিয়ার চরফরাদি ইউনিয়নের চরআলগী গ্রামের হাবিব মিয়ার ছেলে আরিফ (৮) ও একই এলাকার মমতাজ মিয়ার ছেলে জোবায়ের (৮)। তারা দত্তের বাজার বিরই দাখিল মাদরাসার এবতেদায়ি প্রথম শ্রেণির শিক্ষার্থী।

এর আগের দিন মঙ্গলবার একই এলাকার মাঈনুউদ্দিনের মেয়ে ওই মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী শাপলা আক্তারের (১৪) মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য মনির হোসেন ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ভোরে স্বজনরা নিখোঁজ দুই শিক্ষার্থী আবির ও জুবায়েরকে খুঁজতে নৌকা নিয়ে বের হন। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে টাংগাব ইউনিয়নের বটতলা মহরখাঁ ঘাট এলাকায় মরদেহ দুটি ভাসতে দেখেন। পরে  স্থানীয়দের সহযোগীতায় মরদেহ দুটি উদ্ধার করেন।

দত্তের বাজার-বিরই দাখিল মাদরাসার সুপার মোখলেছুর রহমান বলেন, নৌকাডুবির ঘটনা খুবই হৃদয়বিদারক। এ দুর্ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।’

প্রসঙ্গত, মঙ্গলবার (১ জুলাই) সকাল নয়টার দিকে একটি যাত্রীবাহী খেয়া নৌক ডুবে যায়। এ সময় অন্য যাত্রীরা সাঁতরে পাড়ে উঠতে পারলেও শিক্ষার্থী শাপলা আক্তার, আরিফ ও জোবায়ের উঠতে পারেনি।

সারাবাংলা/এসআর

গফরগাঁও নৌকাডুবি ব্রহ্মপুত্র নদে ময়মনসিংহ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর