শরীয়তপুর: শরীয়তপুর পৌরসভার স্বর্ণঘোষ এলাকায় বসতবাড়িতে বিদ্যুতের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্তার সরদার (৩৪) নামে এক ইলেকট্রিক মেকানিকের (বিদ্যুৎ মিস্ত্রি) মৃত্যু হয়েছে। বুধবার (২ জুলাই) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার সরদার স্বর্ণঘোষ এলাকার নূর হোসেন সরদারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পেশাগতভাবে বিদ্যুৎ সংক্রান্ত কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে এক প্রতিবেশীর বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় হঠাৎ শর্ট সার্কিট হয়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে পালং থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’