Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুনিদের বিচার না হলে সব থানা পটিয়া হয়ে উঠবে: সারজিস

স্টাফ করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ২২:০৯

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: ছাত্রলীগ কর্মীকে আটকের দাবিতে চট্টগ্রামের পটিয়া থানার সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের লাঠিচার্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বুধবার (২ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে লেখেন, ‘ইউনিফর্মধারী হোক কিংবা সিভিল; খুনিদের খুনের বিচার না হলে সব থানা ধীরে ধীরে পটিয়া হয়ে উঠছে এবং উঠবে। অন্তর্বর্তীকালীন সরকার, খুনিদের বিচার করতে হবে।’

এদিকে, নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতারে অস্বীকৃতির অভিযোগ তুলে থানার অফিসার ইনচার্জকে (ওসি) বদলির দাবিতে চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও করে রেখেছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। থানা ঘেরাও করে তারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নিয়েছিলেন। এতে ওই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুরসহ তিন পুলিশ কর্মকর্তাকে অপসারণের জন্য ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছেড়েছেন নেতাকর্মীরা। এর মধ্য দিয়ে প্রায় সাত ঘণ্টা পর মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (১ জুলাই) জুলাই দিবস উপলক্ষ্যে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি শেষে এক ছাত্রলীগ কর্মীকে আটকের দাবিতে থানার সামনে বিক্ষোভ করতে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে পুলিশ লাঠিচার্জ করলে ১০ জন আহত হন।

আরও পড়ুন-আলটিমেটাম দিয়ে সড়ক-মহাসড়ক ছাড়লেন বৈষম্যবিরোধীরা

সারাবাংলা/এফএন/এইচআই

এনসিপি পটিয়া থানা সারজিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর