Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিচার ও সংস্কার না হলে এনসিপি নির্বাচনে যাবে না: নাহিদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২৫ ২২:৫৪

লালমনিরহাটের পথসভায় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম

লালমনিরহাট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিচার ও সংস্কার না হলে এনসিপি নির্বাচনে যাবে না। জুলাই গণহত্যাসহ বিগত ১৭ বছরে স্বৈরাচারী আওয়ামী লীগের আমলে যত অপকর্ম হয়েছে, তার বিচার বাংলার মাটিতে করতে হবে।

বুধবার (২ জুলাই) সন্ধ্যায় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা‘ লালমনিরহাটের পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘শুধুমাত্র ক্ষমতার হাতবদলের জন্য এক দলকে সরিয়ে অন্য দলকে ক্ষমতায় আনার জন্য কেউ রক্ত দেয়নি। রাষ্ট্র ও মৌলিক সংস্কারের মাধ্যমেই কেবল নির্বাচনে যেতে হবে।’

নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই সনদ এই মাসে হওয়ার কথা সেই সনদ আদায় করার জন্য আমরা রাজপথে নেমেছি।’

বিজ্ঞাপন

এসময় জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসআর

এনসিপি নাহিদ ইসলাম লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর