Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় যৌথ অভিযানে ২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ০৯:২৯

আগুনে পুড়িয়ে ফেলা হচ্ছে জব্দ করা অবৈধ জাল।

কুষ্টিয়া: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় যৌথ অভিযানে ২ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকার অবৈধ কারেন্ট ও চায়না জাল, জাল তৈরির ২টি মেশিন ও ২টি ব্যাটারি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)৷

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।

এ সময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভেড়ামারা উপজেলার নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেনের নেতৃত্বে বুধবার (২ জুলাই) উপজেলার রাইটা ফেরিঘাট এলাকায় সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ১৫ হাজার কেজি অবৈধ কারেন্ট ও চায়না জাল, জাল তৈরির ২টি মেশিন এবং ২টি ব্যাটারি জব্দ করা হয়। এসব জব্দ করা মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা।

বিজ্ঞাপন

এ সময় অভিযানে ৪ জনকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতে আটক প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত মালামাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ সময় ভেড়ামারা উপজেলা মৎস্য কর্মকর্তা শাম্মী শিরিন, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)’র সহকারী পরিচালক জাকিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনজে

অবৈধ জাল জব্দ যৌথ অভিযান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর