কুমিল্লা: কুমিল্লার মুরাদনগর উপজেলার কড়ইবাড়ি গ্রামে মাদক ব্যবসার অভিযোগ তুলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন— রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)। রোকসানা আক্তার রুবির আরেক মেয়ে রুমা আক্তার (৩০) গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাহিদ বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে জানা গেছে, এলাকাবাসীর দাবি—তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।’
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, ‘স্থানীয়দের অভিযোগ, নিহত তিনজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি তদন্তাধীন। যারা এ ঘটনায় জড়িত, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।’
ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয়দের কেউ কেউ জানান, নিহতরা আগে কিছু দিন মাদক সংশ্লিষ্টতায় জড়িত থাকলেও সম্প্রতি তারা এসব কাজ থেকে সরে এসেছিলেন। তবে কারও ব্যক্তিগত শত্রুতা থেকে এই ঘটনা ঘটেছে কিনা, তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন অনেকে।
পুলিশ বলছে, মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।