Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কেন রাজনৈতিক দল গঠন— জানালেন নাহিদ

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৮:৫২ | আপডেট: ৩ জুলাই ২০২৫ ১৯:৫০

নীলফামারীতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম

নীলফামারী: রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তার কথা জানাতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গণঅভ্যুত্থানে শহিদ হওয়া আমাদের ভাই-বোনেরা জীবন দিয়েছেন একটি বৈষম্যহীন, ন্যায্য ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নে। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব এখন আমাদের কাঁধে। যদি ২৪ সালের গণঅভ্যুত্থানের সব দাবি পূরণ হতো, তাহলে আমাদের রাজনৈতিক দল গঠন করতে হতো না। এক বছর পার হয়ে গেলেও সেই দাবিগুলো বাস্তবায়ন করা হয়নি। আমাদের সামনে বারবার নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে মূলা ঝুলানো হচ্ছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে নীলফামারীতে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভায় এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘রাষ্ট্রের মৌলিক সংস্কার ছাড়া আমরা কোনো নির্বাচন অংশ নিব না। মুজিববাদের নামে যে সংবিধান মানুষের অধিকার কেড়ে নিয়েছে, সেই সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। যে সংবিধান নাগরিক অধিকার রক্ষা করতে ব্যর্থ, তার কোনো যৌক্তিকতা নেই।’

নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান যারা করেছে তারা এখনো জাগ্রত আছে। যারাই পুরনো দখলদারিত্বের রাজনীতি ফিরিয়ে আনতে চাইবে, তাদের পরিণতি হবে স্বৈরাচার শেখ হাসিনার মতো।’

তিনি আরও বলেন, ‘আমরা অবশ্যই নির্বাচন চাই, তবে তার আগে ২৪-এর গণঅভ্যুত্থানে যারা হত্যা করেছে, তাদের বিচার চাই। শেখ হাসিনা যিনি এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন, তার বিচার না হওয়া পর্যন্ত আমাদের ভিতরের আগুন নিভবে না।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘‘আমরা উত্তরের জেলা রংপুর থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরু করেছি। উত্তরবঙ্গ থেকেই শহিদ আবু সাঈদ, শহিদ রুবেলসহ অনেকেই জীবন বাজি রেখে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। তাই এই অঞ্চল থেকে আমাদের দায়বদ্ধতা আরও বেশি।”

পথসভায় আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলের কেন্দ্রীয় নেতারা।

সারাবাংলা/এইচআই

জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম নীলফামারী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর