Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এসএসসি পরীক্ষার ফল ১৫ জুলাইয়ের মধ্যে

স্টাফ করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ১৮:১৯ | আপডেট: ৩ জুলাই ২০২৫ ১৮:৫৩

এসএসসি পরীক্ষা। সারাবাংলার ফাইল ছবি

ঢাকা: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৫ জুলাইয়ের মধ্যে প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (০৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার।

তিনি জানান, ‘ফলাফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। খুব দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে। আমরা মন্ত্রণালয়ের সবুজ সংকেতের জন্য অপেক্ষা করছি। সংকেত পেলেই প্রস্তাব পাঠানো হবে।’

সম্ভাব্য কোন তিনটি তারিখ প্রস্তাব করবেন? এমন প্রশ্নের জবাবে অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার বলেন, ‘এটি এখনো চূড়ান্ত হয়নি। তবে যেহেতু মাদরাসা বোর্ডের শেষ পরীক্ষা ১৫ মে অনুষ্ঠিত হয়েছে, সেহেতু আমরা ১৫ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছি। সবকিছু ঠিক থাকলে এই সময়সীমার মধ্যেই ফল প্রকাশ করা হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ এক হাজার ৫৩৮ জন এবং ছাত্রী ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন। দুই হাজার ২৯১টি কেন্দ্রে ১৮ হাজার ৮৪টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। এর মধ্যে ছাত্র এক লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন ছাত্রী। এই বোর্ডের অধীনে পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ৭২৫টি। প্রতিষ্ঠানের সংখ্যা ৯ হাজার ৬৩টি।

অপরদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮ হাজার ৩৮৫ এবং ছাত্রী ৩৪ হাজার ৯২৮ জন।

সারাবাংলা/এনএল/পিটিএম

১৫ জুলাই এসএসসি টপ নিউজ পরীক্ষা ফলাফল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর