Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে হেরে সবশেষ বক্তব্যে যা বললেন কমলা

আন্তর্জাতিক ডেস্ক
৭ নভেম্বর ২০২৪ ১৮:২৩ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ২১:১৬

হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় একটি আবেগঘন বক্তব্য দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস

মার্কিন নির্বাচনের সবশেষ তথ্যমতে ট্রাম্প পেয়েছেন ২৯৪টি ইলেকটোরাল, অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বি কমলা হ্যারিস পেয়েছেন ২২৩টি ইলেকটোরাল কলেজ ভোট। ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

নির্বাচনে হেরে যাওয়ার পরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হাওয়ার্ড বিশ্ববিদ্যালয় একটি আবেগঘন বক্তব্য দিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস।

বিজ্ঞাপন

সেখানে তিনি উপস্থিত জনতাকে যুক্তরাষ্ট্রের উজ্জ্বল ভবিষ্যতের জন্য লড়াই চালিয়ে যেতে উৎসাহিত করেন। পরবর্তীতে তার সমর্থকদের উদ্দেশে এই কথাটি তিনি ইমেইলের মাধ্যমেও বলেছেন।

তার নির্বাচনি ক্যাম্পেইন ইমেইলে তিনি সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

তিনি নির্বাচনের ফলাফল নিয়ে বলেন, ‘আমরা যা চেয়েছিলাম তা হয়নি। যতক্ষণ পর্যন্ত হাল না ছেড়ে লড়াই চালিয়ে যাবেন, ততক্ষণ ‘আমেরিকা কখনও মলিন হবে না’।

তিনি আরও বলেন, ‘এটি একে অপরের হাত ছেড়ে দেওয়ার সময় না, বরং ধৈর্য ধরার সময়।’

উল্লেখ্য,আগামী ২০শে জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্সের কাছে ক্ষমতা হস্তান্তরের আগ অবধি কমলা হ্যারিস ভাইস-প্রেসিডেন্ট পদে তার কাজ চালিয়ে যাবেন। তবে ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স শপথ নেওয়ার পর জো বাইডেন ও কমলা হ্যারিসের আর কোনও রাজনৈতিক পদ থাকবে না।

যুক্তরাজ্যের রাজনৈতিক ব্যবস্থার মতো মার্কিন যুক্তরাষ্ট্রে ‘বিরোধী দলের নেতা’ নামক কোনো পদ নেই।

সারাবাংলা/এইচআই

কলমা হ্যারিস ফলাফল মার্কিন নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর