Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বড় ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ছোট ভাইও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২৫ ২১:২৮

নিহত দুই ভাইয়ের মরদেহ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মেশিন দিয়ে ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আক্তারুজ্জামান (৫৭) ও আলম হোসেন (৪০) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বড় ভাই বিদ্যুৎস্পৃষ্ট হলে তাৎক্ষণিক তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাইও প্রাণ হারালেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলার পুরাতন বাস্তপুর গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎচালিত মেশিন দিয়ে ঘাস কাটার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত আক্তারুজ্জামান ও আলম হোসেন বাস্তপুর গ্রামের মরহুম ইছাহক আলীর ছেলে।

স্থানীয় হাউলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল হান্নান জানান, বিকেলে আক্তারুজ্জামান বাড়িতে বিদ্যুৎচালিত মেশিন দিয়ে ঘাস কাটছিলেন। একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে এগিয়ে আসেন ছোট ভাই আলম। এতে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাদের দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

সদর হাসপাতালের চিকিৎসক মেহেবুবা মুক্তারী মৌ জানান, বিদ্যুৎস্পৃষ্ট দুইজনকে হাসপাতালে আনার আগেই তারা মারা গেছেন।

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। অভিযোগ না থাকায় পরিবারকে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসআর

চুয়াডাঙ্গা দুই ভাইয়ের মৃত্যু বিদ্যুৎস্পৃষ্ট বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর