Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় বাস-ট্রাক সংঘর্ষ: নিহত ৩, আহত ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ০৯:৪৯

পাবনা: পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) সকালে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮), আতাইকুলা কারিগর পাড়ার মৃত ইদাদ আলীর ছেলে মুনছুর আলী (৪০)। অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দে একটি বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

বিজ্ঞাপন

পাবনার মাথপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজার রহমান জানিয়েছেন, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস সকালে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ববনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান, ৯ জন আহত হন।

সারাবাংলা/এসআর

নিহত পাবনা বাস-ট্রাক সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর