ঢাকা: গত কয়েকদিনের ধারাবাহিকতায় আজও ঢাকার বাতাস সহনীয় পর্যায়ে রয়েছে। তবে, গতকালের তুলনায় কিছুটা অবনতি হয়েছে রাজধানী শহরের বাতাসে।
শুক্রবার (৪ জুলাই) বায়ুদূষণ ও বাতাসের গুণমান সূচক নিয়ে কাজ করা সুইস প্রতিষ্ঠান আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্সের সকাল ৮টা ১৫মিনিটের রেকর্ড অনুযায়ী ঢাকার বায়ুমান ৯০, যা সহনীয় পর্যায়ের বাতাসের নির্দেশক।
এর আগের দিন বৃহস্পতিবার একই সময়ের রেকর্ডে ঢাকার বায়ুমান ছিল ৮১। সহনীয় পর্যায়ে থাকলেও বায়ুদূষণের তালিকায় গতকালের তুলনায় কয়েক ধাপ এগিয়েছে ঢাকা। গতকাল ওই তালিকায় রজধানীর অবস্থান ছিল ২২। আজ অবনতি হয়ে তালিকার ১৯তম স্থানে উঠে এসেছে রাজধানী শহর।
আজ শুক্রবার বায়ুদূষণের তালিকায় শীর্ষে আছে চিলিরসান্তিয়াগো। শহরটির বায়ুমান ১৬২, যা অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। শীর্ষ পাঁচে থাকা অন্য শহরগুলো হলো—পাকিস্তানের লাহোর, মিসরের কায়রো, কঙ্গোর কিনশাসা ও উগান্ডার কাম্পালা। শহরগুলোর বায়ুমান যথাক্রমে ১৫৪,১৫৩, ১৫২ ও ১৩৪।
বাতাসের গুণমান সূচকের (একিউআই) মাধ্যমে দূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ু পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ-এয়ার। তাদের তালিকার প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।