Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় পিকআপের চাপায় ভ্যানচালক নিহত, আহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১১:০১

সাতক্ষীরা: সাতক্ষীরায় দ্রুতগামী পিকআপের চাপায় সুলতান আলী (৫৬) নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন উদয় ঢালী নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী।

শুক্রবার (৪ জুলাই) ব্রহ্মরাজপুরের হেলালের ভাটার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যান চালক আশাশুনি উপজেলার পুরোহিতপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে। আহত উদয় ঢালী আশাশুনি উপজেলার কচুয়া গ্রামের নিতাই ঢালীর ছেলে।

আহত উদয় ঢালী জানান, সকাল আটটার দিকে কচুয়া চেয়ারম্যানের মোড় থেকে ভ্যানযোগে তিনি সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথে ব্রহ্মরাজপুরের হেলালের ভাটার মোড়ের কাছে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী পিকআপ তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালকের মৃত্যু হয়। তিনি আহত হন।

বিজ্ঞাপন

সদর থানার উপ-পরিদর্শক (এস আই) রেলয়েত হোসেন জানান, দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এসআর

পিকআপের চাপায় নিহত ভ্যানচালক নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর