Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মৎস্য বন্দর মহিপুর মহাসড়কের পাশে মিলল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২৫ ১৫:৫৯

অজ্ঞাত মৃত ব্যক্তির মরদেহ।

পটুয়াখালী: মৎস্য বন্দর মহিপুরে মহাসড়কের পাশে পড়ে থাকা অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৪জুলাই) সকাল পৌনে ৭টার দিকে মৎস্যবন্দর মহিপুরের গ্রামীণ ব্যাংক সংলগ্ন মহিপুর-পটুয়াখালী মহাসড়কের পাশে পড়েছিল মরদেহটি।

স্থানীয় বাসিন্দা রুস্তম আলী বলেন, ‘সকালে পায়চারি করার সময় রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখি। পরে কাছে গিয়ে ডাক দিলে কোন সাড়া-শব্দ না পেয়ে পুলিশকে খবর দেই। মহিপুর থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।’

এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। মরদেহ শনাক্তের কাজ চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসডব্লিউ

মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর