ঢাকা: বাজারে সবজির দাম বেড়েছে। প্রতিকেজি সবজি আগের চেয়ে ১০ থেকে ২০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। তবে ডিম ও মুরগির দাম আগের মতোই কম রয়েছে। আর চালের দামও বাড়তি রয়েছে।
শুক্রবার (৪ জুলাই) রাজধানীর শেওড়াপাড়া, বিজয়স্মরণীর কলমিলতা ও কারওয়ানবাজার ঘুরে এমন চিত্র পাওয়া গেছে।
বাজারে দেখা গেছে, ৫০ টাকার নিচে সবজি পাওয়া দুরুহ। চিচিঙ্গা ৬০ টাকা, ধন্দুল ৮০ টাকা, কচুর লতি ৮০ টাকা, বরবটি ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা কেজিতে হচ্ছে। পটল ৬০ টাকা, কাঁকরোল ১০০ টাকা, টমেটো ১৪০ থেকে ১৬০ টাকা, গাঁজর ১৬০ টাকা, শসা ৮০ টাকা ও আলু ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর বাজারে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়।
কারওয়ান বাজারের সবজি বিক্রেতা হামিদ শেখ বলেন, প্রায় সব ধরনের সবজির দাম গত সপ্তাহের চেয়ে ১০ থেকে ২০ টাকা কেজি প্রতি বেড়েছে।
এদিকে, বাজারে ঈদের পর থেকে নিম্নমুখী মুরগির দাম। কয়েক সপ্তাহ ধরে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালি মুরগির দাম কেজিপ্রতি ৩০০ থেকে ৩২০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। আর প্রতি ডজন ডিমের দাম নেমেছে ১২০ টাকায়। বড় বড় বাজারে কিনলে ১১৫ টাকায়ও কেনা যাচ্ছে।
এছাড়া, খুচরায় প্রতি কেজি মোটা চাল (বিআর-২৮, পারিজা) মানভেদে বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬৫ টাকা দরে। সরু চালের মধ্যে জিরাশাইলের কেজি ৭৪ থেকে ৮০ টাকা এবং মিনিকেট ৭৬ থেকে ৮৪ টাকা। কাটারিভোগ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৬ টাকা কেজিতে।