ঢাকা: চট্টগ্রামে অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এই অভিযানে বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দসহ একজনকে আটক করা হয়েছে। গেল বুধবার (২ জুন) ওই অভিযান পরিচালনা করা হয় বলে বৃহস্পতিবার (৩ জুলাই) বিটিআরসির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর এনফোর্সমেন্ট অ্যান্ড ইন্সপেকশন ডিরেক্টরেটের একটি পরিদর্শক দল র্যাব-৭ এর সহায়তায় ২ জুলাই চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানাধীন বি-ব্লক এলাকায় অভিযান পরিচালনা করে। ওই অভিযানে ৩৫টি অবৈধ বা অনুমোদনবিহীন সিমবক্স, বিভিন্ন মোবাইল ফোন অপারেটরের সর্বমোট ২১ হাজার ৩০০টি সিমকার্ড এবং ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল (ভিওআইপি) কাজে ব্যবহৃত কিছু রাউটার জব্দ করা হয়েছে। ওই ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক একজনের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ এর বিধান অনুযায়ী চট্টগ্রামের হালিশহর থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অবৈধ বা অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা পরিচালনা, ভিওআইপি সরঞ্জামাদি বিক্রয় বন্ধে বিটিআরসি থেকে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। তাই অবৈধ ও অনুমোদনবিহীন ভিওআইপি ব্যবসা পরিচালনা, ভিওআইপি সরঞ্জামাদি ক্রয়-বিক্রয় হতে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিটিআরসির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।