চুয়াডাঙ্গা: জেলার সদর উপজেলার তেলবাহী লরির চাপায় ইজিবাইক চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে জাফরপুর বিজিবি ব্যাটালিয়ন দফতরের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। চুয়াডাঙ্গা পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- দামুড়হুদা উপজেলার জয়রামপুর কলোনিপাড়ার নুর মোহাম্মদ ঘটকের মেজ ছেলে ইজিবাইক চালক আরিফ (৩৫) , অজ্ঞাত নারী (৩৪) ও অজ্ঞাত পুরুষ (৪০)। রাতে এ খবর লেখা পর্যন্ত নিহত অন্য দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি।
দুর্ঘটনায় আহতরা হলেন- ইজিবাইকের যাত্রী আলামিন (২২), দেলোয়ার হোসেন (৩০), ফাহাদ (২২) ,রিয়া খাতুন (২০) ও তার শিশু সন্তান ইয়াসিন (১)। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, জাফরপুর বিজিবি ব্যাটালিয়ন দফতরের সামনে তেলবাহী লরি ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক পুরুষ নিহত হন। এ সময় আহতদের সদর হাসপাতালে নেওয়া হলে অজ্ঞাত পরিচয় এক নারী ও ইজিবাইক চালক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. আল ইমরান জুয়েল বলেন, ‘দুর্ঘটনার পর একজনের মরদেহ হাসপাতাল মর্গে আনা হয়েছে। এর পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও দু’জন।’