Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানে বহুতল ভবন ধসে নিহত ৯, নিখোঁজ অনেক

আন্তর্জাতিক ডেস্ক
৫ জুলাই ২০২৫ ০৮:৪৩

ধসে যাওয়া ভবনটি। ছবি: আল জাজিরা

পাকিস্তানের করাচির লিয়ারি এলাকায় একটি পাঁচতলা ভবন ধসে পড়ে অন্তত নয়জন নিহত হয়েছে।

শুক্রবার (৪ জুলাই) সকালে স্থানীয় সময় সকাল ১০টার কিছু পর এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে থাকা ব্যক্তিদের উদ্ধারে চলছে তল্লাশি অভিযান।

লিয়ারি করাচির একটি দরিদ্র ও ঘনবসতিপূর্ণ এলাকা। পুলিশ জানিয়েছে, ধসে পড়া ভবনটিতে প্রায় ১০০ জন বসবাস করতেন। সিনিয়র পুলিশ কর্মকর্তা আরিফ আজিজ বলেন, ‘এটি একটি পুরাতন ও ঝুঁকিপূর্ণ ভবন ছিল।’

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ভবনটি সরু গলিতে অবস্থিত হওয়ায় উদ্ধারকাজে ভারী যন্ত্রপাতি আনা সম্ভব হচ্ছে না। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে ফেলছেন এবং আশপাশের ভবনগুলো খালি করছেন, ভবিষ্যৎ বিপদ এড়াতে।

বিজ্ঞাপন

এধি ফাউন্ডেশনের সাদ এধি বলেন, ধ্বংসস্তূপের নিচে আরও ৮ থেকে ১০ জন আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, ভবনটি অনেক পুরনো ছিল এবং ভেতরের অবস্থা খুবই জীর্ণ।

পাকিস্তানে ভবন ধসের ঘটনা নতুন নয়। বিশেষ করে করাচিতে জনসংখ্যার ঘনত্ব, অবৈধ নির্মাণ, জরাজীর্ণ অবকাঠামো এবং দুর্বল নিয়ন্ত্রণের কারণে ভবন ধসের ঝুঁকি বেশি।

উল্লেখ্য, ২০২০ সালের জুন মাসে করাচিতে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে ২২ জন নিহত হয়েছিলেন।

সারাবাংলা/এনজে

নিখোঁজ নিহত পাকিস্তান ভবন ধস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর