প্রথম ওয়ানডে অবিশ্বাস্য ব্যাটিং বিপর্যয়ের কারণে শেষ পর্যন্ত জিততে পারেননি তারা। শ্রীলংকার বিপক্ষে সিরিজে টিকে থাকতে হলে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। কলম্বোতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আজ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
প্রথম ম্যাচে ১ উইকেটে ১০০ রান থেকে ৮ উইকেটে ১০৫ রান, অবিশ্বাস্য এই ব্যাটিং বিপর্যয়ের কারণে ২৪৪ রানের লক্ষ্যটাও পার করতে পারেনি বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।
প্রথম ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন গত ম্যাচে শূন্য রানে ফেরা লিটন দাস। তার পরিবর্তে দলে এসেছেন শামীম হোসেন। আরও বাদ পড়েছেন তাসকিন আহমেদ, তার পরিবর্তে খেলবেন হাসান মাহমুদ। জানা গেছে, এই ম্যাচে বিশ্রামে রাখা হয়েছে তাসকিনকে।
শ্রীলংকা একাদশে এসেছে দুটি পরিবর্তন। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন মিলান রত্নায়েকে ও এসান মালিঙ্গা। দলে ঢুকেছেন দুনিথ ওয়াল্লাগে ও দুসমান্থা চামিরা।
বাংলাদেশ একাদশ– তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান।
শ্রীলংকা একাদশ– পাথুম নিশানকা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, দুনিথ ওয়াল্লাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দুসমান্থা চামিরা।