Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি, কুষ্টিয়ায় পুলিশ সদস্য বরখাস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২৫ ১৫:৫০

ফারজুল ইসলাম রনি।

কুষ্টিয়া: ‘জুলাই বিপ্লব’ নিয়ে কটূক্তিমূলক ফেসবুক পোস্ট দেওয়ায় কুষ্টিয়ায় ফারজুল ইসলাম রনি নামে এক ট্রাফিক পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন।

এর আগে, গেল ১ জুলাই বিকেলে ব্যক্তিগত ফেসবুক থেকে ‘জুলাই বিপ্লব’ নিয়ে অবমাননাকর একটি ফেসবুক পোস্ট দেন ফারজুল ইসলাম রনি। এমন খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র-জনতা। পরে ওই দিন রাতেই তারা বিক্ষোভ মিছিল বের করে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় অভিযুক্ত পুলিশ সদস্যকে গ্রেফতার ও তার শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

বিজ্ঞাপন

এতে ওই রাতে ফারজুলকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। বাতিল করা হয় তার ছুটিও। তবে এরপর থেকে তাকে তার কর্মস্থলে দেখা যায়নি। আত্মগোপনে রয়েছেন বলে পুলিশের কয়েকটি সূত্র জানিয়েছেন।

কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শেখ শাহাদাত আলী জানান, ফারজুল ইসলাম রনির গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামে। তিনি একই এলাকার মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। ২০২৩ সালের ১৩ জুলাই তিনি কুষ্টিয়া ট্রাফিক পুলিশ বিভাগে যোগদান করেছিলেন। ছুটিতে থাকাকালীন তিনি ওই ফেসবুক পোস্টটি দিয়েছিলেন।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, বিষয়টি নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্তে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সারাবাংলা/এসডব্লিউ

জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর জুলাই বিপ্লব পুলিশ সদস্য বরখাস্ত

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
৫ জুলাই ২০২৫ ১৯:৫৬

আরো

সম্পর্কিত খবর