Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হায় হোসেন, হায় হোসেন’ মাতমে রাজধানীতে তাজিয়া মিছিল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১০:৩৪ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ১১:১৪

শুরু হয়েছে তাজিয়া মিছিল। ছবি: সারাবাংলা

ঢাকা: আজ পবিত্র আশুরা। আশুরা উপলক্ষ্যে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে রাজধানীতে তাজিয়া মিছিল শুরু করেছে শিয়া সম্প্রদায়। হাজারো মানুষের অংশগ্রহণে মিছিলটি বকশীবাজার, আজিমপুর, নিউ মার্কেট হয়ে ধানমন্ডি গিয়ে শেষ হবে বলে জানা গেছে।

রোববার (৬ জুলাই) সকাল ১০টার কিছু সময় পর পুরান ঢাকার হোসেনি দালান থেকে বের হওয়া এই মিছিলে শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নিয়েছেন। খালি পায়ে, বুক চাপড়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ শোকের মাতমে তাজিয়া মিছিল হোসেনি দালান থেকে যাত্রা করে। মিছিলে কারো হাতে ছিল লম্বা বাঁশের মাথায় নানা রকম পতাকা। কারো ছিল মাথায় কালো ফেট্টি, কারও হাতে আবার ঝালর দেওয়া লাল, কালো, সোনালি রংঙের ঝাণ্ডা।মিছিলে কারবালার স্মরণে বহন করেন ইমাম হোসেনের (রা.) প্রতীকী কফিন।

বিজ্ঞাপন

কালো পোশাক পরে অংশগ্রহণকারী অনুসারীরা মিছিল নিয়ে এগিয়ে চলেন। নানা বয়সী মানুষ মিছিলে অংশ নিয়ে ‘হায় হোসেন, হায় হোসেন’ বলে শোকের মাতমে শরিক হয়েছেন।

এদিকে, মিছিলটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী।

এর আগে, দিবসটি নির্বিঘ্নে পালনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানানো হয়েছে। সেসঙ্গে সুষ্ঠুভাবে তাজিয়া মিছিল সম্পন্ন করতে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন নিষিদ্ধ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফাটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ তাজিয়া মিছিল শুরু থেকে শেষ পর্যন্ত বলবত থাকবে।

সারাবাংলা/এনএল/এনজে

'হায় হোসেন তাজিয়া মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর