মাঝমাঠে বল পেয়ে বেশ কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে গোল করলেন। নিজের ক্যারিয়ারে এরকম গোল বহুবার করেছেন লিওনেল মেসি। নিজের সেই তরুণ বয়সের স্মৃতি আজ আবার ফিরিয়ে আনলেন মেসি। ইন্টার মায়ামির হয়ে ৬ ডিফেন্ডারকে কাটিয়ে অবিশ্বাস্য এক গোল করেছেন মেসি। মন্ট্রিয়ালের বিপক্ষে মেসির জোড়া গোলেই ৪-১ ব্যবধানের জয় পেয়েছে মায়ামি।
ম্যাচের তখন ৬২ মিনিট। ২ মিনিটের মাথায় পিছিয়ে পড়েও ৩-১ গোলে এগিয়ে ছিল মায়ামি। এরই মধ্যে ম্যাচে একটি গোলও পেয়েছেন মেসি। ডি বক্সের অনেকটা বাইরে লুইস সুয়ারেজের পাসে বল পান মেসি।
এরপর তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে ঢুকে মেসি পড়েন ডি বক্সের ভেতর। সেখানে আরও তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ এক শটে বল জালে জড়ান মেসি।
৬ ডিফেন্ডারকে কাটিয়ে মেসির এই অবিশ্বাস্য গোল যেন বিশ্বাসই করতে পারছিলেন না মাঠে উপস্থিত মায়ামি সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও মেসির এই গোল নিয়ে চলছে তুমুল আলোচনা।
৩৮ বছর বয়সী মেসির এমন গোল সমর্থকদের মনে করিয়ে দিচ্ছে ১৯ বছর বয়সী মেসির সেই বিখ্যাত গোলকে। বার্সেলোনার হয়ে গেটাফের বিপক্ষে মাঝমাঠ থেকে ৬ ডিফেন্ডারকে কাটিয়ে ডিয়েগো ম্যারাডোনার মতো বিখ্যাত এক গোল করেছিলেন মেসি।
শেষ পর্যন্ত মন্ট্রিয়ালের বিপক্ষে মায়ামি ম্যাচটি জিতেছে ৪-২ ব্যবধানে।