Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আশুরার চেতনায় উজ্জীবিত হয়ে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৫:৪০ | আপডেট: ৬ জুলাই ২০২৫ ১৫:৪৬

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ঢাকা: পবিত্র আশুরার চেতনায় উজ্জীবিত হয়ে চব্বিশের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

রোববার (৬ জুলাই) পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে এমনটা জানান তিনি।

বিবৃতিতে মুফতি রেজাউল করীম বলেন, আশুরা শুধু ইসলাম নয়, বরং বিশ্বের ইতিহাসের একটি ঐতিহাসিক দিন। এই দিনে অনেক জালিমের পতন হয়েছে। ইসলামের ইতিহাসেও অন্যায় ও জুলুমের বিরুদ্ধে লড়াইয়ের এক অবিনশ্বর ইতিহাসের স্মৃতিবিজড়িত এই আশুরা দিবস।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই আমির বলেন, আশুরার এই দিনে হযরত হোসাইন (রা.) স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমাদের ‘কারবালা’ জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

বিজ্ঞাপন

মুফতি রেজাউল করীম বলেন, আশুরা রাজনৈতিক দিকের সঙ্গে সঙ্গে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) আশুরার দিনে এবং তার আগের বা পরের দিন রোজা রাখার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা মান্য করে ইবাদত-বন্দেগির মধ্যে এই দিন অতিবাহিত করা উচিত।

সারাবাংলা/জিএস/ইআ

পবিত্র আশুরা মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর