Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ২২:৫৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়

ময়মনসিংহ: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। রোববার (৩১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মিজানুর রহমান সই করা বিজ্ঞপ্তিতে ছাত্র সংসদ নির্বাচনের একটি সময়সীমা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে বিধিমালা তৈরি করে তা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।

গেজেট প্রকাশের দুই কর্মদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন । এরপর তিন কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করা হবে। খসড়া ভোটার তালিকা প্রস্তুত করতে লাগবে পরবর্তী ১৪ কর্মদিবস। তালিকা প্রস্তুতের পর পাঁচ কর্মদিবসের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। এর পরের ১৪ কর্মদিবসের মধ্যে সুবিধাজনক সময়ে নির্বাচনী অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সরকারি গেজেট প্রকাশের পর থেকে সর্বোচ্চ ৪৫ কর্মদিবসের (৩০ নভেম্বর, ২০২৫ এর মধ্যে) এই নির্বাচন সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন

কঙ্গোতে খনির সেতু ধসে নিহত ৩২
১৭ নভেম্বর ২০২৫ ০৮:৫০

আরো

সম্পর্কিত খবর