Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাজিরাপত্র পরীক্ষা শেষের ৭ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ১৭:৩৭

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষার পর শিক্ষার্থীদের হাজিরাপত্র সাতদিনের মধ্যে সংশ্লিষ্ট দফতরে জমা দিতে হবে।

সম্প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামূল করিমের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, যথাসময়ে হাজিরাপত্র জমা না হওয়ার কারণে ফল তৈরিতে বিলম্বিত হচ্ছে। তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, রোল নম্বরের ক্রমানুসারে বিষয়ভিত্তিক হাজিরাপত্র প্রস্তুত করে তা আলাদা আলাদা কভার পৃষ্ঠাসহ বাঁধাই করতে হবে। প্রতিটি কভারে সংশ্লিষ্ট অনার্স বিষয়ের নাম, কেন্দ্রের নাম ও কেন্দ্র কোড উল্লেখ করতে হবে। হাজিরাপত্রের মূল কপি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত দফতরে পাঠাতে হবে এবং ফটোকপি সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণে রাখতে হবে।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশেষভাবে উল্লেখ করেছে, কোনো অবস্থাতেই এক বিষয়ের হাজিরাপত্রের সঙ্গে অন্য বিষয়ের হাজিরাপত্র একত্রে বাঁধাই করা যাবে না। এ ধরনের অনিয়ম ফল প্রক্রিয়া বিঘ্নিত করে এবং নিরীক্ষার সময় বিভ্রান্তির সৃষ্টি হয়।

নির্দেশনায় আরও বলা হয়, পরীক্ষার ফল নির্ভুলভাবে এবং দ্রুত প্রকাশ নিশ্চিত করতে হলে প্রতিটি কেন্দ্রকে নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে সব কাগজপত্র পাঠাতে হবে। পরীক্ষার্থীদের উপস্থিতির রেকর্ড না থাকলে বিশ্ববিদ্যালয়ের পক্ষে তাদের ফল প্রণয়ন সম্ভব হয় না।

সারাবাংলা/এনএল/ইআ

জাতীয় বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর