Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উপকূলে ঝড়ের আশঙ্কা, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৫ ২০:৩০ | আপডেট: ৭ জুলাই ২০২৫ ০০:২৩

উত্তাল উপকূল। ফাইল ছবি: সারাবাংলা

ঢাকা: উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট বায়ুচাপের তারতম্যের ফলে ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এর প্রভাবে উত্তাল হয়ে উঠতে পারে সাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রপথ। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

রোববার (৬ জুলাই) সন্ধ্যয় আবহাওয়া অধিদফতর থেকে পাঠানো এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ শাহানাজ সুলতানার সই করা সতর্কবার্তায় বলা হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজারের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

সতর্ক বার্তায় আরও বলা হয়, দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই ঝড় বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ছয় জেলার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদফতরের ‘ঝড় সতর্কীকরণ কেন্দ্র’ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এফএন/পিটিএম

উপকূল ঝড় শঙ্কা সতর্ক সংকেত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর