বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার আদালতে আত্মসমর্পণ করেছেন। জেলা ও মহানগর বিএনপির কার্যালয় ভাঙচুরসহ তার বিরুদ্ধে মোট চারটি মামলা রয়েছে।
সোমবার (৭ জুলাই) দুপুরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাহার হাজির হলে বিচারক মো. হাবিবুর রহমান চৌধুরী চারটি মামলায়ই জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুবিমল রিপন জানান, এনামুল হক বাহার একজন জনপ্রতিনিধি। তার বিরুদ্ধে করা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হওয়ায় তিনি জামিনের প্রার্থনা করেন। তবে বিচারক চারটি মামলায়ই তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এনামুল হক বাহার সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লাহর ঘনিষ্ঠ সহচর ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের শেষ মুহূর্তে তাকে করপোরেশনের ২ নম্বর প্যানেল মেয়র মনোনিত করা হয়।