Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রদল সহসভাপতিকে মারধরের অভিযোগ, পঞ্চগড়ে ৪ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ২০:৪৯ | আপডেট: ৭ জুলাই ২০২৫ ২০:৫৩
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ছবি: সংগৃহীত

পঞ্চগড়: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পঞ্চগড়ের বোদা উপজেলা ছাত্রদলের চার নেতাকে তাদের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। সোমবার (৭ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক জাহাঙ্গীর আলম সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন— বোদা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব জীবন সরকার, বোদা পৌর ছাত্রদলের সভাপতি নাজমুল ইমন, সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. আশিক এবং যুগ্ম আহ্বায়ক জসিম ইসলাম। বিজ্ঞপ্তিতে তাদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

যদিও প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি, তবে রোববার (৬ জুলাই) কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মাসুদ রানা রিয়াজকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জেলা ছাত্রদলের দাবি, ওই ঘটনাকে কেন্দ্র করেই এই চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। তবে বহিষ্কৃত নেতারা মারধরের ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি মাসুদ রানা রিয়াজের বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী এলাকায়। রোববার বিকেলে তিনি বাড়ি থেকে জেলা বিএনপির সাবেক সভাপতি ও এমপি মোজাহার হোসেনের কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। সাকোয়া বাজারে পৌঁছালে কয়েকজন ব্যক্তি তাকে আটক করে মারধর করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় জেলা ছাত্রদলের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। তবে ভুক্তভোগী ছাত্রদল নেতা মাসুদ রানা রিয়াজ এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য দিতে রাজি হননি। তিনি শুধু বলেছেন, ‘কেন্দ্র এরই মধ্যে সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে আমি আর কথা বলতে চাচ্ছি না।’

বোদা উপজেলা ছাত্রদলের বহিষ্কৃত সদস্যসচিব জীবন সরকার বলেন, ‘মাসুদ রানা রিয়াজ ভাই সাকোয়াতে এসেছেন এটা আমরা জানতামই না। তাকে মারধরের ঘটনার সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত নয়। কিন্তু আমাদেরকে বহিষ্কারের ঘটনায় আমরা হতভম্ব হয়েছি।’

জেলা ছাত্রদলের সভাপতি তারেকুজ্জামান তারেক বলেন, ‘ছাত্রদলের সহসভাপতি মাসুদ রানা রিয়াজকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ওই ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে। যদিও ভিডিওতে তাদের কাউকে দেখা যাচ্ছে না। হামলার ঘটনায় আমরা প্রতিবাদ জানিয়েছি এবং সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।’

সারাবাংলা/এইচআই

ছাত্রদল ছাত্রদল নেতা বহিষ্কার পঞ্চগড়

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর