Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শামীম আহমদের মৃত্যুতে ডিক্যাবের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ জুলাই ২০২৫ ২১:৫০

ডিআরইউ ও ডিক্যাবের সাবেক সভাপতি শামীম আহমদ

ঢাকা: দেশের প্রথিতযশা সাংবাদিক, ইউএনবির সাবেক চিফ অব করেসপন্ডেন্টস ও সিটি এডিটর, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার এবং ডিআরইউ ও ডিক্যাবের সাবেক সভাপতি শামীম আহমদ মারা গেছেন। তার মৃত্যুতে ডিক্যাব গভীর শোক প্রকাশ করেছে।

সোমবার (৭ জুলাই) ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) সভাপতি একেএম মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন শামীম আহমদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তারা বলেন, ‘শামীম আহমদ ছিলেন দেশের সাংবাদিকতা অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। পেশাগত সততা, নিষ্ঠা ও নেতৃত্বগুণে তিনি সাংবাদিকদের জন্য এক অনুকরণীয় ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন।’

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ‘তিনি শুধু একজন দক্ষ সাংবাদিকই নন, ছিলেন একাধারে সংগঠক, অভিভাবক এবং বন্ধু। তার মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও সম্মানিত সহকর্মীকে হারালাম, যিনি ডিক্যাবের কার্যক্রমে সব সময় নিবেদিতভাবে যুক্ত ছিলেন এবং সংগঠনের উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন।’

শোকবার্তায় আর বলা হয়, ‘ডিক্যাব সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার, বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন এবং তার পরিবার-পরিজনকে এই শোক সহ্য করার ধৈর্য ও শক্তি দান করেন।’

উল্লেখ্য, সোমবার (৭ জুলাই) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সারাবাংলা/একে/এইচআই

ডিক্যাব শামীম আহমদ শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর