Wednesday 19 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রুতই ছন্দে ফিরবে বাংলাদেশ—মেন্ডিস শোনালেন আশার বাণী

স্পোর্টস ডেস্ক
৯ জুলাই ২০২৫ ১২:৩২

বাংলাদেশকে আশার বাণী শোনালেন মেন্ডিস

টেস্ট সিরিজে ১-০ তে হেরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়েও শেষ পর্যন্ত ২-১ এ সিরিজ হেরেছে মেহেদি হাসান মিরাজের দল। টানা দুই সিরিজে এমন ব্যর্থতা মানতে পারছেন না সমর্থকরা। এসবের মধ্যেই লংকান ব্যাটার কুশল মেন্ডিস বলছেন, খুব তাড়াতাড়িই সিরিজ হারের হতাশা ভুলে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

জিম্বাবুয়ের কাছে টেস্ট হার, আরব আমিরাতের কাছে টি-২০ সিরিজ হার; সবকিছু মিলিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ পার করছে কঠিন সময়। সেই হতাশা থেকে ঘুরে দাঁড়াতেই শ্রীলংকা সফরে গিয়েছিল দল।

তবে লংকানদের বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজেও হতাশায় ডুবেছে বাংলাদেশ। দুই সিরিজেই এমন হারের পর সমর্থকরা খুঁজছেন আশার আলো।

বিজ্ঞাপন

সেই আলো অবশ্য দেখালেন প্রতিপক্ষের ক্রিকেটার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেন্ডিস বলছেন, নিকট ভবিষ্যতেই ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, ‘বাংলাদেশ টেস্ট খেলুড়ে দল, ভালো একটা দল। তারা এখন ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। তবুও ব্যাটিং, বোলিং, ফিল্ডিং মিলে তাদের ভালো একটা দল আছে। এ দিয়ে শীঘ্রই ট্রানজিশন পিরিয়ড উতরে ভালো জায়গায় যাওয়ার ক্ষমতা তারা রাখে।’

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো