Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাঁস হওয়া অডিও যাচাই বিবিসির
জুলাই আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক
৯ জুলাই ২০২৫ ১২:৩৭ | আপডেট: ৯ জুলাই ২০২৫ ১৪:৩২

আন্দোলনকারীদের দিকে গুলি ছুড়ছে পুলিশ। ছবি: সংগৃহীত

গত বছর জুলাই গণঅভ্যুত্থানে নিরাপত্তা বাহিনীর প্রাণঘাতী হামলা সরাসরি অনুমোদন করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন দাবি উঠেছে ফাঁস হওয়া একটি ফোনালাপের ভিত্তিতে, যা সংবাদমাধ্যম বিবিসি যাচাই করে নিশ্চিত করেছে।

গত মার্চ মাসে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, তিনি নিরাপত্তা বাহিনীকে প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন এবং যেখানেই আন্দোলনকারীদের পাওয়া যাবে, সেখানে গুলি চালানো হবে- এমন মন্তব্য করেন।

এই রেকর্ডিংটি এখন বাংলাদেশের একটি বিশেষ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন প্রসিকিউটররা।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন এবং তার দল আওয়ামী লীগ এসব অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। আওয়ামী লীগের এক মুখপাত্র বলেন, ‘বিবিসি যে টেপ রেকর্ডিংয়ের কথা বলছে, সেটি আমরা নিশ্চিত করতে পারছি না।’

জাতিসংঘের তদন্তকারীদের মতে, জুলাই-আগষ্টের ওই সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হন। আন্দোলনটি শুরু হয়েছিল মুক্তিযোদ্ধাদের স্বজনদের জন্য বরাদ্দ কোটা সংস্কারের দাবিতে, যা পরে দেশব্যাপী গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং টানা ১৫ বছর ক্ষমতায় থাকা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে।

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস এর তদন্তে পুলিশি সহিংসতার আরও অনেক অজানা তথ্য উঠে এসেছে, যার মধ্যে রয়েছে প্রতিবাদকারীদের ওপর সামরিক অস্ত্র ব্যবহারের তথ্য ও প্রকৃত মৃত্যুর সংখ্যা। ওই ফোনালাপটি হয়েছিল ১৮ জুলাই, যখন শেখ হাসিনা গণভবনে অবস্থান করছিলেন।

বিবিসির তথ্যমতে, এই অডিওটি বাংলাদেশের ন্যাশনাল টেলিকমিউনিকেশনস মনিটরিং সেন্টার (এনটিএমসি) সংগ্রহ করেছিল। পরে মার্চের শুরুতে এটি অনলাইনে ফাঁস হয়, তবে কে ফাঁস করেছে তা নিশ্চিত নয়। এরপর থেকে শেখ হাসিনার আরও বেশ কিছু অডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে, যেগুলোর অধিকাংশই যাচাই হয়নি।

বাংলাদেশ পুলিশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) অডিওটিকে শেখ হাসিনার কণ্ঠস্বরের সঙ্গে মিলিয়ে দেখেছে। এছাড়াও, ইয়ারসট নামের এক আন্তর্জাতিক অডিও ফরেনসিক প্রতিষ্ঠান বিবিসিকে জানিয়েছে, অডিওতে কোনো কাটাছেঁড়া বা কৃত্রিম সম্পাদনার প্রমাণ নেই এবং এটি উচ্চ সম্ভাবনায় আসল।

এই অডিওকে একটি মূল প্রমাণ হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী টবি কেডম্যান বলেছেন, ‘এই রেকর্ডিংগুলো অত্যন্ত স্পষ্ট, যাচাই করা হয়েছে এবং অন্যান্য প্রমাণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

সারাবাংলা/এনজে

গুলি জুলাই বিপ্লবের এক বছর পুলিশ ফাঁস হওয়া অডিও শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর