Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার নির্দেশেই গুলি, স্বচ্ছতা বাড়াবে বিবিসির ভেরিফিকেশন’

স্টাফ করেসপন্ডেন্ট
৯ জুলাই ২০২৫ ১৩:৩৫ | আপডেট: ৯ জুলাই ২০২৫ ১৪:২৮

শেখ হাসিনা।

ঢাকা: মারণাস্ত্র ব্যবহার করে নির্বিচারে গুলির নির্দেশ দেওয়া শেখ হাসিনার ফোনালাপের আন্তর্জাতিক ভেরিফিকেশন বিচারে স্বচ্ছতা বাড়াবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। একইসঙ্গে এটি ডকুমেন্ট আকারে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে বলেও জানান তিনি।

বুধবার (৯ জুলাই) গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপের সময় তিনি এ তথ্য জানান। ফাঁস হওয়া অডিওতে মারণাস্ত্র ব্যবহার করে শেখ হাসিনার নির্বিচারে গুলি চালানোর ফোনালাপ নিয়ে বিবিসির ভেরিফিকেশনের বিষয়ে তাকে প্রশ্ন করা হয়।

প্রসিকিউটর তামিম বলেন, এরআগেও শেখ হাসিনার বেশ কয়েকটি অডিও বক্তব্য পরীক্ষা করেছে পুলিশের ক্রাইমস ইনভেস্টিগেশন টিম। তারাও ফরেনসিক সত্যতা পেয়েছে। এসব ফোনালাপ হাসিনারই। এরপরও আন্তর্জাতিক সংস্থা নতুন করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে যে রিপোর্ট দিয়েছে, তা মামলার অভিযোগ প্রমাণে গুরুত্বপূর্ণ দলিল হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ গঠনের বিষয়ে বৃহস্পতিবার (১০ জুলাই) আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

এ মামলার অন্য দুই আসামি হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। আদালত অভিযোগ গঠনের আদেশ দিলে সেখানে অন্যান্য প্রমাণাদির পাশাপাশি শেখ হাসিনার ফোনালাপের আন্তর্জাতিক ভেরিফিকেশনটিও গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হবে।

এরআগে, ৮ জুলাই বিবিসির এক প্রতিবেদনে ২০২৪ এর জুলাই অভ্যুত্থানে বাংলাদেশে ছাত্রদের নেতৃত্বাধীন বিক্ষোভ দমন অভিযানে ফাঁস হওয়া অডিও কলে শেখ হাসিনার সরাসরি গুলি চালানোর নির্দেশের সত্যতা নিশ্চিত করা হয়।

গত মার্চে অনলাইনে ফাঁস হওয়া ওই অডিওটিতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ‘প্রয়োজনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করো। যেখানে পাবে, গুলি করবে।’

বিবিসির তথ্যমতে, বাংলাদেশ সরকারের টেলিযোগাযোগ নজরদারি সংস্থা এনটিএমসির করা এই কলটি রেকর্ড করা হয়েছিল। কলটি শেখ হাসিনার ঢাকার বাসভবন গণভবন থেকে ১৮ জুলাই করা হয় বলে নিশ্চিত করেছে একটি সূত্র।

আরও পড়ুন- জুলাই আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশ দেন হাসিনা

সারাবাংলা/আরএম/ইআ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর