ক্লাব বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ধরা হচ্ছিল এটিকে। সেমিফাইনালের জমজমাট লড়াইয়ে মুখোমুখি হয়েছিল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি ও স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তবে সেই ম্যাচটাই হলো সবচেয়ে একপেশে। মেটলাইফ স্টেডিয়ামে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিতে রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছে পিএসজি।
সেমিতে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডারদের একের পর এক ভুলে সুযোগ পেয়েছে পিএসজি। ম্যাচজুড়েই ছন্নছাড়া ছিল রিয়াল রক্ষণভাগ। আক্রমণভাগও তেমন কিছু করতে পারেনি।
৬ মিনিটের মাথায় রক্ষণভাগের ভুলে বক্সের ভেতর বল পান ফ্যাবিয়ান রুইজ। অল্প দূরত্ব থেকে গোল করতে ভুল করেননি তিনি। ৯ মিনিটের মাথায় রুডিগারের পা থেকে বল যায় উসমান ডেম্বেলের পায়ে। সেখান থেকে দারুণ এক শটে বল জালে জড়িয়ে উল্লাসে মাতেন তিনি।
২৪ মিনিটের মাথায় নিজের দ্বিতীয় গোল করে পিএসজিকে ৩-০ গোলে এগিয়ে দেন রুইজ। তিন গোলের লিড নিয়েই বিরতিতে যায় পিএসজি।
দ্বিতীয়ার্ধের প্রায় পুরোটা সময় গোলের দেখা পায়নি দুই দলের কেউই। ৮৭ মিনিটে রিয়ালের কফিনে শেষ পেরেক ঠুকেন গন্সালো রামোস।
৪-০ গোলের বিশাল জয় নিয়েই ফাইনালে পৌঁছে যায় পিএসজি। ১৪ জুনের ফাইনালে তাদের প্রতিপক্ষ চেলসি।