ক্লাব বিশ্বকাপ থেকে বাদ পড়লেও মেজর সকার লিগে ইন্টার মায়ামির দাপট চলছেই। সেই দাপুটে ফুটবলের মূল কারিগর লিওনেল মেসি। আজ আবারও দেখা গেল মেসি ম্যাজিক। নিউ ইংল্যান্ড রেভুলুশনের বিপক্ষে মেসির জোড়া গোলেই জয় পেয়েছে মায়ামি। এই জোড়া গোলে নতুন রেকর্ডও গড়েছেন মেসি।
ম্যাচের ২৭ মিনিটে গোল করে দলক এগিয়ে দেন মেসি। ৩৮ মিনিটের মাথায় লিড দ্বিগুণ করেন মায়ামি অধিনায়ক। ২-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় মায়ামি।
এই জোড়া গোলে নতুন এক রেকর্ড গড়েছেন মেসি। মেজর সকার লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা ৪ ম্যাচে দুই গোল অথবা তার বেশি করার মাইলফলক ছুঁলেন তিনি। এছাড়াও প্রথম ফুটবলার হিসেবে ডি বক্সের বাইরে থেকে ১০০ গোল করার অনন্য কীর্তিও গড়েছেন তিনি।
ম্যাচের ৮০ মিনিটে সান্তনাসূচক গোল করেন কারলেস গিল। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে মায়ামি।