টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমেছিলেন তারা। পারভেজ ইমনের ঝড়ো ইনিংসে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-২০তে প্রথমে ব্যাটিংয়ে নেমে অবশ্য শেষ পর্যন্ত বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান তুলেছেন লিটন দাসরা।
ওপেনিংয়ে ইমন-তামিম জুটি শুরুটা দারুণ করেছিলেন। লংকান বোলারদের উপর ছড়ি ঘুরিয়ে ৫ ওভারের মাঝেই ৪৬ রান তোলেন তারা। ১৭ বলে ১৬ রানে থুসারার বলে প্যাভিলিয়নে ফেরেন তামিম।
ওয়ানডে সিরিজে ব্যর্থ লিটন আজও বড় স্কোর গড়তে পারেননি, ফিরেছেন মাত্র ৬ রানে। দলের টপ স্কোরার ইমন ফিরেছেন ২২ বলে ৩৮ রানে, মেরেছেন ৫চার ও এক ছক্কা।
মিডল অর্ডারে মোহাম্মদ নাঈম কিছুটা লড়াই করেছে। নাঈমের ৩২ ও মিরাজের ২৯ রান দলের স্কোর ১০০ পেরোতে সাহায্য করে।
শেষভাগে শামীমের ৫ বলে ১৪ রানের ক্যামিওতে দলের স্কোর ১৫০ পেরোয়। শেষ পর্যন্ত ৫ উইকেটে ১৫৪ রানে থামে বাংলাদেশের ইনিংস।
৩৭ রানে ২ উইকেট নিয়ে লংকানদের সেরা বোলার থিকসানা।