Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাতির মরদেহ দেখে দাদার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুলাই ২০২৫ ১৬:৪৬

দাদা-নাতির মরদেহ

নওগাঁ: নওগাঁর নিয়ামতপুরে সাব্বির রহমান (১৫) নামের এক স্কুলছাত্রের ভাসমান মরদেহ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে দাদা আছির উদ্দিনের মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সাব্বির বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। রাতে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। শনিবার সকালে বাড়ির পাশের পুকুরে নাতি সাব্বিরের ভাসমান মরদেহ দেখে চিৎকার করে উঠেন দাদা আছির উদ্দিন। এসময় তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

নিয়ামতপুর থানার অফিসার (ওসি) হাবিবুর রহমান বলেন, নিখোঁজ স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় অপমৃত্যুর মামলার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

দাদার মৃত্যু নওগাঁ মরদেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর