Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইনে বন্যা-ভূমিধস, নিহত ৯০


২৩ ডিসেম্বর ২০১৭ ১৭:২৬

সারাবাংলা ডেস্ক

দক্ষিণ ফিলিপাইনে মৌসুমি ঝড়ের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৯০ জন নিহত হয়েছেন। পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। খবর দ্য টেলিগ্রাফ।

টেলিগ্রাফের ওই প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দেশটির দক্ষিণের দ্বীপ মিন্দানাওয়ে এ ঘটনাটি ঘটেছে। আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে একটি গ্রাম মানচিত্র থেকে হারিয়ে গেছে।

রায় সিকিউয়া নামে এক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ওই গ্রামবাসীর যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। পুলিশ, সামরিক বাহিনীর সৈন্যরা ও স্বেচ্ছাসেবকরা ইতোমধ্যে ঘটনাস্থলে উদ্ধার কাজ পরিচালনা করছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, ঝড়টি সুলু সাগর থেকে শক্তি সঞ্চয় করছে এবং ৮০ কিলোমিটার বেগে ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।

সারাবাংলা/ এমএইচটি/আইজেকে

ফিলিপাইন_বন্যা

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর