ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এ লক্ষ্যে ডেলিগেটেড ওয়ার্কস হিসেবে গণপূর্ত অধিদফতর কর্তৃক প্রস্তাবিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর নির্মাণ কাজ ‘সরাসরি ক্রয় পদ্ধতি’তে সম্পাদনে দুটি পৃথক (ই/এম ও সিভিল) প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’।
মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এ কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
উল্লেখ্য, গত বছর ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’-টিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন – (ফাইল ছবি : সংগৃহীত)
প্রস্তাবটির বিষয়ে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে। এটার কাজ চলছে।
বৈঠক সূত্রে জানা যায়, ই/এম ও সিভিল এই দুটি অংশের মধ্যে জাদুঘরের সম্পূর্ণ অংশই থাকবে। এর মধ্যে ‘ই/এম’ অংশ বলতে ইলেকট্রো মেকানিক্যাল অংশকে বোঝায়। এর মধ্যে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল অংশ থাকে। যেমন- ইলেকট্রিক তার, সুইচসহ বিভিন্ন ইলেকট্রিক ও মেকানিক্যাল সামগ্রী।
জানা যায়, প্রস্তাবিত কাজের ‘ই/এম’ অংশটি বাস্তবায়ন করবে ‘মেসার্স শুভ্রা ট্রেডার্স’ নামক একটি প্রতিষ্ঠান। এতে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৮২ লাখ ৮৬ হাজার টাকা।
আর ‘সিভিল’ অংশ বলতে পূর্ত কাজ বোঝায়। এ কাজটি করবে ‘দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’। এতে ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার টাকা।
অর্থাৎ দুটি কাজে মোট ব্যয় হবে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা।