Tuesday 15 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উদ্ধোধন ৫ আগস্ট
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণে ব্যয় হবে ১১১ কোটি ২০ লাখ টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুলাই ২০২৫ ১৪:৫০ | আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১৫:৩৪

২০০৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গণভবন – (ফাইল ছবি : সংগৃহীত

ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ লক্ষ্যে ডেলিগেটেড ওয়ার্কস হিসেবে গণপূর্ত অধিদফতর কর্তৃক প্রস্তাবিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর নির্মাণ কাজ ‘সরাসরি ক্রয় পদ্ধতি’তে সম্পাদনে দুটি পৃথক (ই/এম ও সিভিল) প্রস্তাব নীতিগত অনুমোদন দিয়েছে ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’।

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এ কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

উল্লেখ্য, গত বছর ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ‘গণভবন’-টিকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এ রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বিজ্ঞাপন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন – (ফাইল ছবি : সংগৃহীত)

প্রস্তাবটির বিষয়ে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের বলেন, জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এটি আগামী ৫ আগস্ট উদ্বোধন করা হবে। এটার কাজ চলছে।

বৈঠক সূত্রে জানা যায়, ই/এম ও সিভিল এই দুটি অংশের মধ্যে জাদুঘরের সম্পূর্ণ অংশই থাকবে। এর মধ্যে ‘ই/এম’ অংশ বলতে ইলেকট্রো মেকানিক্যাল অংশকে বোঝায়। এর মধ্যে ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল অংশ থাকে। যেমন- ইলেকট্রিক তার, সুইচসহ বিভিন্ন ইলেকট্রিক ও মেকানিক্যাল সামগ্রী।

জানা যায়, প্রস্তাবিত কাজের ‘ই/এম’ অংশটি বাস্তবায়ন করবে ‘মেসার্স শুভ্রা ট্রেডার্স’ নামক একটি প্রতিষ্ঠান। এতে ব্যয় ধরা হয়েছে ৪০ কোটি ৮২ লাখ ৮৬ হাজার টাকা।

আর ‘সিভিল’ অংশ বলতে পূর্ত কাজ বোঝায়। এ কাজটি করবে ‘দি সিভিল ইঞ্জিনিয়ার্স লিমিটেড’। এতে ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার টাকা।

অর্থাৎ দুটি কাজে মোট ব্যয় হবে ১১১ কোটি ১৯ লাখ ৮১ হাজার টাকা।

সারাবাংলা/আরএস

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’ জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর নির্মাণ