রাজবাড়ী: ফেসবুক পোস্টে রাজবাড়ীকে নিজের শ্বশুরবাড়ি উল্লেখ করে ডা. তাসনিম জারা লিখেছেন, ‘রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি। এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। এবার ফিরছি অন্যরকম এক ভালোবাসা নিয়ে।’ ডা. জারা’র এই বার্তা দলটির নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বেশ আগ্রহ সৃষ্টি করেছে।
‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজবাড়ী আসছেন। এই পদযাত্রায় সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাজবাড়ী আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে।
ডা. তাসনিম জারা তার ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘রাজবাড়ী আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পর এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমা হয়ে আছে। পদ্মায় নৌকায় চড়ে ইলিশসহ নদীর টাটকা মাছ কিনেছি, মোটরসাইকেলে ঘুরেছি, নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচমের স্বাদ ভুলতে পারছিনা। এবার ফিরছি ‘অন্যরকম এক ভালোবাসা’ নিয়ে, জুলাই অভ্যুত্থানের নেতাদের সঙ্গে। আগামী ১৭ জুলাই, বিকেল ৩টায় আমাদের পদযাত্রা রাজবাড়ী রেলগেটে পৌঁছাবে।’
তাসনিম জারা আরও লিখেছেন, ‘১ জুলাই থেকে আমরা হাঁটছি। দেশের নানা প্রান্ত ঘুরে দেখেছি। এই দেশ কতটা দয়ালু, কতটা সম্ভাবনাময়, তা প্রতিদিন নতুন করে মনে হচ্ছে। রাজবাড়ীতেও আমরা আপনাদের জন্য অপেক্ষা করব। এই পদযাত্রার সহযাত্রী এবং জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া নেতা নাহিদ, হাসনাত, সারজিস, নাসির, আখতার—তারা সবাই থাকছেন। যদি সময় হয়, তাহলে চলে আসুন। দেখা হচ্ছে।’