ঢাকা: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ জুলাই) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচি পালন করবে। এ ঘোষণা দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে এ ষোষণা দেন তিনি।
তিনি লেখেন, ‘১৬ জুলাই, মার্চ টু গোপালগঞ্জ!’। একই পোস্টে তিনি মন্তব্য করেন, ‘আমরা আসছি! জুলাই পদযাত্রায়, গোপালগঞ্জ জেলা শহরে, সকাল ১১টায়।’
এ কর্মসূচির মাধ্যমে গোপালগঞ্জে শান্তিপূর্ণ পদযাত্রা ও সমাবেশ করার কথা জানিয়েছেন সারজিস। দলটি ইতোমধ্যেই ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে দেশজুড়ে জেলা পর্যায়ে সমাবেশ ও প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এসব সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।