ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে জায়গাগুলোতে ঐক্য করা যায়, সেখানে ঐক্য করতে অসুবিধা কোথায়? রাজনৈতিক সংস্কৃতি বদলালেই জাতীয় ঐক্য সম্ভব। সেখানে বিভাজনের কোনো যুক্তি নেই।
মঙ্গলবার (১৬ জুলাই) বেলা ১১টায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে নতুন গণমাধ্যম বাংলা এডিশন–এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা তো একটি স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রের পক্ষে একমত হতেই পারি। বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভিত্তি হওয়া উচিত তিনটি মূল স্তম্ভে— পারস্পরিক সম্মান, পারস্পরিক স্বার্থরক্ষা এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ না করার নীতিতে। এই তিন ভিত্তির ওপরই আমাদের বিদেশনীতি দাঁড়ানো উচিত।’
রাজনৈতিক ঐক্যের বিষয়ে আমীর খসরু বলেন, ‘দিনশেষে প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে জনগণের হাতে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়া। একটা নির্বাচিত সরকার ফিরিয়ে আনা, যার মাধ্যমে একটি প্রকৃত জনগণের সরকার গঠিত হবে। এই জায়গায় তো আমাদের ঐক্য হওয়া উচিত। এ বিষয়ে ভিন্নমতের কোনো অবকাশ নেই।‘
তিনি আরও বলেন, ‘আমাদের রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে। একে অপরের মতের প্রতি সহনশীল হতে হবে। গণতন্ত্র মানেই ভিন্নমত থাকবে, কিন্তু ভিন্নমতকে সম্মান করতে জানতে হবে। চরিত্রহনন, অশালীন বক্তব্য ও ব্যক্তিগত আক্রমণের রাজনীতি দিয়ে কোনোদিন জাতীয় ঐক্য গড়ে উঠবে না।’
আমীর খসরু মিডিয়ার ভূমিকার কথাও গুরুত্ব দিয়ে উল্লেখ করেন। তিনি বলেন, ‘মিডিয়াকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। যে জায়গাগুলোতে মতের মিল আছে, সেগুলো তুলে ধরতে হবে। মতপার্থক্যের জায়গায় আলোচনার সংস্কৃতি গড়ে তুলতে হবে। কাউকে চাপিয়ে নয়, সম্মিলিত চিন্তা থেকেই ভবিষ্যৎ পথ ঠিক করতে হবে।’