Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে কার-সিএনজি মুখোমুখি সংঘর্ষে কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুলাই ২০২৫ ১৮:২৫

সিলেট: সিলেট শহরতলীর দক্ষিণ সুরমা এলাকায় প্রাইভেট কার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রুহেল আহমদ (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট আঞ্চলিক সড়কের লালাবাজার এলাকার সাত মাইলের আর্মড পুলিশ ব্যাটালিয়ন কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।

নিহত রুহেল দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নের চর মুহাম্মদপুর গ্রামের গেদাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে যাওয়া সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়।

বিজ্ঞাপন

এসময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক সহ সব যাত্রী এবং প্রাইভেট কারের চালক সহ যাত্রীরা আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে নেওয়ার পথেই গুরুতর আহত রুহেল মারা যান। বাকিদের আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সারাবাংলা/এসএস

নিহত সংঘর্ষ সিএনজি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর