খুলনা: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি।
বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘গোপালগঞ্জের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে আমাদের গাড়িবহরে হামলা চালায়। এ সময় তারা আইনশৃঙ্খলাবাহিনী ও সেনাবাহিনীর ওপর হামলা চালায়। গোপালগঞ্জে আজকে যে ঘটনাটি ঘটল, এতে দেশবাসী ও বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়েছে যে আওয়ামী লীগের যে একটা মুজিববাদী সন্ত্রাসী, তারা যে জঙ্গি বাহিনীতে রুপান্তির হয়েছে, তারা গণতান্ত্রিক কোনো প্রক্রিয়া বিশ্বাস করে না। আজকে তা আবার প্রমাণিত হলো।’
তিনি আরও বলেন, ‘গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল কোনো প্রোগ্রাম করতে পারবে না, আজকে সমাবেশের মধ্যে দিয়ে জাতীয় নাগরিক পার্টি সে ধারণা পালটে দিয়েছে। গত বছরের ৫ আগস্টের পর গোপালগঞ্জ ফ্যাসিস্টদের একটা আশ্রয় কেন্দ্র হয়ে ওঠেছে। এ ছাড়া, সারাদেশে যাদের নামে মামলা রয়েছে তাদের সবাই গোপালগঞ্জে আত্মগোপনে আছেন।’ হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছে দলটি।
সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামান্তা শারমিন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারী, ডা. তাসনিম জারাসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।