Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ে ভাঙল যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০২৫ ১৪:৪১ | আপডেট: ১৭ জুলাই ২০২৫ ১৪:৪২

টি-২০ সিরিজ জয়ের পর বাংলাদেশ

সফরের প্রায় পুরোটা সময়ই গেছে হারের হতাশায়। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারের পর বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল টি-২০ সিরিজ জিতেই দেশে ফেরা। শেষ পর্যন্ত সেই লক্ষ্যে সফল হয়েছে লিটন দাসের দল। প্রথম ম্যাচে হেরেও ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাড়ি ফিরেছে বাংলাদেশ দল। এই সিরিজ জয়ে ভেঙেছে বেশ কিছু রেকর্ডও।

যেকোনো ফরম্যাটে শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে এটিই ছিল বাংলাদেশের প্রথম সিরিজ জয়। এটি শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-২০ সিরিজ জয়ও বটে।

শেষ ম্যাচে দলে সুযোগ পেয়েই আলো ছড়িয়েছেন স্পিনার শেখ মাহেদি। টি-২০তে ৫০ উইকেট নেওয়া পঞ্চম বাংলাদেশি বোলারও হলেন তিনি। তিনি পাশে বসলেন সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলামের।

বিজ্ঞাপন

মেহেদি কাল নিয়েছেন ১১ রানে ৪ উইকেট। টি-২০ ফরম্যাটে শ্রীলংকার বিপক্ষে এটাই কোনো বাংলাদেশি বোলারের সেরা ফিগার।

২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জয়ের মাধ্যমে লিটন দাস বিদেশের মাটিতে দুটি টি-টোয়েন্টি সিরিজ জেতা প্রথম বাংলাদেশি অধিনায়ক হলেন। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিবীয় মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিলেন তিনি।

শেষ টি-২০তে তানজিদ তামিমের ৪৭ বলে অপরাজিত ৭৩ রান টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে একজন বাংলাদেশি ওপেনারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে শারজায় নাঈম শেখের ৫২ বলে ৬২ রানকে ছাড়িয়ে গেছে তামিম।

সারাবাংলা/এফএম

বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ রেকর্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর