Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৯ বিদেশি বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণ ৩ হাজার ২৩৯ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ জুলাই ২০২৫ ১৯:৩৭

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: খেলাপি ঋণের পক্ষাঘাত থেকে বাংলাদেশে ব্যবসা পরিচালনাকারী বিদেশি ব্যাংকগুলোও মুক্ত নয়। দীর্ঘদিন ধরে ৯টি বিদেশি বাণিজ্যিক ব্যাংক দেশে ব্যবসা পরিচালনা করে আসছে। এগুলোর মধ্যে একমাত্র ‘ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান’ ছাড়া বাকীগুলোতে খেলাপি ঋণের হার খুব সামান্য। এ ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ প্রায় ৯৯ শতাংশ। এছাড়া ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক’ ও ‘হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন’ (এইচএসবিসি)-এ বেশ কিছু খেলাপি ঋণ রয়েছে। তবে বিদেশি ব্যাংকগুলোতে কোনো প্রভিশন ঘাটতি নেই।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি পঞ্জিকা বছরের গত মার্চ শেষে দেশে ব্যবসা পরিচালনাকারী ৯টি বিদেশি ব্যাংকে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ২৩৯ কোটি টাকা। এটি দেশের ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের ১ শতাংশেরও কম (০.৭৭%) এবং ব্যাংক ৯টির মোট বিতরণকৃত ঋণের ৪ দশমিক ৮৩ শতাংশ।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্যে দেখা যায়, বিদেশি ব্যাংকগুলোর মধ্যে গত মার্চ শেষে খেলাপি ঋণের শীর্ষে রয়েছে ‘ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান’। ব্যাংকটিতে খেলাপি ঋণের পরিমাণ ১ হাজার ৩৫৭ কোটি ৫৪ লাখ টাকা। এটি ব্যাংকের বিতরণকৃত মোট ঋণের ৯৮ দশমিক ৯৬ শতাংশ।

খেলাপি ঋণের পরিমাণগত দিক থেকে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক’ ও ‘হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন’।

এর মধ্যে ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক’-এ খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে ১ হাজার ৩৬ কোটি ৬৩ লাখ টাকা। এটি ব্যাংকটির বিতরণকৃত মোট ঋণের মাত্র ৩ দশমিক ৩৪ শতাংশ।

হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন (এইচএসবিসি)-এ খেলাপি ঋণের পরিমাণ হচ্ছে প্রায় ৬৫৪ কোটি টাকা। এটি ব্যাংকটির বিতরণকৃত মোট ঋণের মাত্র ৩ দশমিক ৩৭ শতাংশ।

অবশিষ্ট ছয়টি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ অতি নগণ্য। এর মধ্যে ওরি ব্যাংক-এ ৬৯ কোটি ৪৪ লাখ টাকা (খেলাপি ঋণের হার ৩.৬৪%); কমার্শিয়াল ব্যাংক অব সিলন-এ ৪৩ কোটি ৮০ লাখ টাকা (খেলাপি ঋণের হার ০.৫৭%); হাবিব ব্যাংক লিমিটেড-এ ৩৫ কোটি ১৪ লাখ টাকা (খেলাপি ঋণের হার ৬.১৭%); ব্যাংক আল ফালা’য় ৩২ কোটি ১১ লাখ টাকা (খেলাপি ঋণের হার ২.১৬%); স্টেট ব্যাংক অব ইন্ডিয়া’য় ৯ কোটি ১৮ লাখ টাকা (খেলাপি ঋণের হার ০.৭৬%) এবং সিটি ব্যাংক এনএ-তে মাত্র ৮০ লাখ টাকা খেলাপি ঋণ রয়েছে।

সারাবাংলা/আরএস

৯ বিদেশি বাণিজ্যিক ব্যাংক খেলাপি ঋণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর